Chat চ্যাট



বিস্তারিত পড়ুন

আয়কর রিটার্ন কি এবং কারা দিবে?

বাংলাদেশের আইন অনুযায়ী যাদের টিআইএন-TIN (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) রয়েছে তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, না হলে জরিমানার সমমুখীন হবেন!
মনে রাখতে হবে যে রিটার্ন দাখিল করা আর আয়কর পরিশোধ করা দুটি এক জিনিস নয়। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেবার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধু রিটার্ন দাখিল করলেই চলবে। ‍
আয়কর রিটার্ন কি?

আয়কর কর্তৃপক্ষের নিকট বাৎসরিক আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্নের কাঠামে আয়কর আইন দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কতৃর্ক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

যথা সময়ের মধ্যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন সম্পন্ন করুন, অন্যথায় জরিমানার সম্মুখীন হবেন।




আমাদের অবস্থান

ঠিকানা :

৫৪৪/২, নাছিমা ম্যানসন, হাজী ফজল মাস্টার লেইন, মিজান রোড, ফেনী
(আল-আমীন জেনারেল হাসপাতালের বিপরীতে)



মোবাইল :

+880 1676-509381

ইমেইল :

mohammedsharid@gmail.com



©All Rights Are Reserved by Advocate Sharid